Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লোকপ্রশাসন বিভাগকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভূক্তিকরণের দাবিতে শাবিতে মাববন্ধন

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৮:০২ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৮:০৪ PM

bdmorning Image Preview


লোকপ্রশাসন বিভাগকে বিভিন্ন কলেজে অন্তর্ভূক্তিকরণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১০ এপ্রিল) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে লোকপ্রশাসন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধনে বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘কলেজ পর্যায়ে লোকপ্রশাসনের যাত্রা, যুক্ত করবে নতুন মাত্রা’, ‘পড়ুক লোকপ্রশাসন কলেজের শিক্ষার্থী, দেশের নেতৃত্বে আসবে অগ্রগতি’, ‘কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগ চালু করা হোক’ ইত্যাদি স্লোগন সম্বলিত প্ল্যাকার্ড বহণ করেন।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, প্রভাষক মোস্তফা কামাল, জোবাইদা গুলশান আরা, চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিফাত সিকদার প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী এমএইচ সাব্বির।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিষয়টি পড়ানো হয়। কিন্তু দু:খজনক ব্যাপার হলো দেশের সরকারি কলেজগুলোতে লোকপ্রশাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো হয় না। এতে একদিকে যেমন বিশেষায়িত জ্ঞানে অভিজ্ঞ জনশক্তি থেকে আমাদের জনপ্রশাসন বঞ্চিত হচ্ছে অপর দিকে লোকপ্রশাসন থেকে পাশ করা গ্রেজুয়েটরা তাঁদের অর্জিত জ্ঞান ছড়িয়ে দেয়ার সুযোগ পাচ্ছে না। যৌক্তিক এই দাবি মেনে কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিষয় চালু করার দাবি জানান বক্তারা।

এদিকে একই দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত এ দাবি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে সরকারের উচ্চ মহলে প্রেরণ করা হবে বলে জানান শিক্ষার্থীরা।

Bootstrap Image Preview