বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে সড়কের ধারে জীবিত গাছগুলো কেটে উজাড় করা হচ্ছে, অথচ সড়কের দুই পাশে কয়েক হাজার গাছ শুকিয়ে মরে থাকলেও অপসারণের কোনো উদ্যোগ নেই। এমনটি অভিযোগ করেছে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়রে পথচারীরা।
ব্যস্ততম সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছে অসংখ্য মৃত গাছ। যার অংশ প্রতিনিয়ত ভেঙে পড়ছে সড়কে। কখনো আবার পথচারীদের উপর। আর এসব মরা গাছের নীচ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিনই সড়ক পথে চলাচল করছে পথচারী ও হাজার হাজার যানবাহন।
প্রায় সময় শুকনো ডাল ভেঙে দুর্ঘটনায় কবলিত হচ্ছে অনেকেই। বড় ধরনের দুর্ঘটনার পূর্বেই গাছগুলোকে কেটে অপসারণের উদ্দ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সড়কের পথচারীরা।
সরেজমিনে দেখা গেছে, সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের দু'পাশে দীর্ঘদিন ধরে শুকিয়ে থাকা গাছগুলো কর্তৃপক্ষ অপসারণের কোনো উদ্যোগ গ্রহণ না করায় পথচারী ও সড়কে যানবাহন চালকদের আতঙ্কে চলাচল করতে হচ্ছে। কোন কোন জায়গায় মরা গাছের শুকনো ডাল ভেঙে ঝুলে থাকতে দেখা গেছে। এগুলো চলতি মৌসুমের জন্য খুবই বিপদজনক। মচকে থাকা শুকনো ডালগুলো যে কোনো মুহূর্তে নিচে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এমনকি বেশকিছু গাছ সড়কের উপরে এমনভাবে হেলে থাকতে দেখা গেছে।
সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পুষ্পকাটি, কুলিয়া, পারুলিয়া, সখিপুর, ডেল্টা, উপজেলা হাসপাতাল সম্মুখে, সখিপুর কলেজ গেট সংলগ্ন, গাজীরহাট বাজার হাদিপুর, আস্কারপুরসহ বিভিন্ন স্থানে রাস্তার দু’পাশে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মৃত অথবা মৃতপ্রায় গাছগুলো শুকিয়ে রয়েছ। গাছগুলো মরে শুকিয়ে থাকায় সামান্য ঝড়-বৃষ্টি হলেই ভেঙে পড়ে সড়কের উপরে, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানেও। ফলে সড়কে যানবাহন, সড়কের পাশে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানসহ চলাচলকারী পথচারিরা চলছে আতঙ্কে।
এলাকাবাসীর পক্ষ থেকে এ বিষয়ে অভিযোগ নিয়ে সমাধানের ব্যাপারে বার বার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ও লিখিত আবেদন দিয়েও কোন প্রকার অগ্রগতি হয়নি। ইতোমধ্যে আসছে কালবৈশাখের প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে দুর্ঘটনার কবল থেকে রেহাই পেতে সড়কের দু'পাশ থেকে এমন মরা ও আধমরা গাছগুলো অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন জমা দিয়েছে গাজীরহাট দোকান ব্যবসায়ীবৃন্দসহ স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ।
আবেদনটিতে গাজীরহাট বাজার সংলগ্নে বেশ কয়েকটি পুরাতন ও বৃহত্তর শিশুগাছ শুকিয়ে গেছে, যা ঝড়-বৃষ্টিতে ডাল ভেঙে দোকানের উপরে পড়ে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতিসহ সড়কের উপরে পরে নিশ্চিত প্রাণনাশের ঘটনা ঘটতে পারে এমনটি বলা হয়েছে।
অভিযোগকারীরা জানান, সড়কের উপর এমন মরা ও শুকনো গাছগুলো দ্রুত কেটে ফেলা প্রয়োজন। মরা গাছের ডালপালা প্রতিনিয়ত ভেঙে পড়ছে সড়কের উপরে। তাতে আমরা পথচারীরা আতঙ্কে চলাচল করতে হয়। দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। রাস্তার দু'পাশ থেকে মরা ও রাস্তার উপরে হেলে থাকা গাছ, গাছের ডালগুলো যত তারাতারি সম্ভব প্রশাসনের পক্ষ থেকে কেটে সরিয়ে ফেলা দরকার।