Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কলেজ পর্যায়ে লোকপ্রশাসন বিভাগের দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৯:৪৫ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৯:৪৫ PM

bdmorning Image Preview


লোকপ্রশাসন বিভাগকে কলেজ পর্যায়ে অন্তর্ভূক্তিকরণের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (১০ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের 'অমর একুশে' ভাস্কর্যের পাদদেশে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন।

এ সময় লোকপ্রশাসন বিভাগকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চালু করার দাবিও জানানো হয়।

আজ সারাদেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বলে মানববন্ধন থেকে জানানো হয়।

এ দিকে 'বাংলাদেশ লোকপ্রশাসন অধ্যয়ন কেন্দ্র' নামে গত ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০০ শিক্ষার্থীর স্বাক্ষর গ্রহণের মধ্যদিয়ে এ কর্মসূচির কর্যক্রম শুরু করে তারা।

৮ এপ্রিল এ দাবি বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাচার্য অধ্যাপক এম আবুল কাশেম মজুমদারকে আহ্বায়ক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে যুগ্ম-আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

Bootstrap Image Preview