Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোবর ছোড়াছুড়ি করে উৎসব পালন, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ১০:১৮ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গ্রামবাসী দুই দলে বিভক্ত। দুই দিকেই আগে থেকে জড়ো করা প্রচুর দলা পাকানো গোবরের স্তূপ রয়েছে। নির্ধারিত সময়ে হাজারো মানুষ শুরু করলেন সেই গোবর ছোড়াছুড়ি, এক পক্ষ অন্য পক্ষের দিকে। চলল যতক্ষণ না গোবরের মজুদ শেষ হয়। এরপর নির্ধারিত হবে বিজয়ী দল। এটি ভারতের অন্ধ্র প্রদেশের কুর্নুল নামের একটি গ্রামের উৎসবের চিত্র।

ভারতের একটি গ্রামের এমন একটি উৎসবের ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দক্ষিণ ভারতে নববর্ষ পালনের ঠিক পরের দিন এই উৎসবের আয়োজন করা হয়। যা এসেছে দেবি ভদ্রকলী ও দেবতা বীরভদ্রস্বামীর বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া পৌরাণিক এক কাহিনীর প্রেক্ষাপটে। গ্রামবাসীর বিশ্বাস এই উৎসবের মধ্য দিয়ে সুস্বাস্থ্য, সমৃদ্ধি আসবে এবং বৃষ্টি নামবে। গোবর ছোড়াছুড়ির দ্বন্দ্ব শেষে দুই পক্ষের মানুষ নিজেদের জড়িয়ে ধরে সেই কামনাই জানান।

উৎসবটির বেশ কয়েকটি ভিডিও পাওয়া যাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডেইলি মেইল এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে তাদের ফেসবুক পেইজে। মাত্র ১৩ ঘণ্টায় সেটি ৫ লাখ ৬০ হাজার বারের বেশি দেখা হয়েছে।

Bootstrap Image Preview