শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 'গণিত সমিতি'র বিতর্ক উইং এর আওতায় পরিচালিত বিতর্ক সংগঠন 'ডেল্টা ডিবেটার্স ফ্যাক্টরি (ডিডিএফ)'র ৪র্থ কার্যনিবাহী কমিটি গঠিত হয়েছে। বিভাগের ২৪তম ব্যাচের জিনাত আফরোজকে মহাসচিব ও একই ব্যাচের মেহেদী হাসান রানাকে সদস্য সচিব মনোনীত করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার দুপুরে ডিডিএফ চেয়ারম্যান ও গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভাগ ভিত্তিক প্রথম বিতর্ক সংগঠন ডিডিএফ’র ‘৩য় বোর্ড অব এলিটস’র ৬ মার্চের সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে ‘৪র্থ বোর্ড অব এক্সিকিউটিভস’ গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম-মহাসচিব জুয়েল রানা (২৪তম ব্যাচ), কোষাধ্যক্ষ ফারজানা সূচি (২৪তম ব্যাচ), সাংগঠনিক ও দপ্তর সম্পাদক আসিফ ইকবাল (২৫তম ব্যাচ), বিপণন ও প্রকাশনা সম্পাদক ইমাম হাসান (২৫তম ব্যাচ), প্রচার ও জনসংযোগ সম্পাদক আল আমিন হোসেন সরকার (২৬তম ব্যাচ), সমন্বয়ক (বিতর্ক ও কুইজ) উমর ফারুক (২৬তম ব্যাচ), সমন্বয়ক (প্রশিক্ষণ) দীন মোহাম্মদ (২৬তম ব্যাচ)।
এছাড়া কার্যনিবার্হী সদস্যবৃন্দ হলেন, সাদিয়া আফরিন (২৭তম ব্যাচ), নাজমুল হাসান নাঈম (২৭তম ব্যাচ), আবু হাসান রাফি (২৭তম ব্যাচ), সৌরভ চক্রবর্তী (২৭তম ব্যাচ) এবং আপন পাল (২৭তম ব্যাচ)।
এদিকে সংগঠনের ‘৪র্থ বোর্ড অব প্রেসিডিয়াম’ হিসেবে রয়েছেন নাঈমুর রহমান দুর্জয়, মুক্তাদির আহমেদ সরোজ এবং ইমদাদুল হক মিলন।