Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোনালদোর গোলে ড্র করল জুভেন্টাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ১০:২১ AM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ১০:২১ AM

bdmorning Image Preview


বুধবার গভীর রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে মাঠে নেমেছিল ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। গত কয়েক ম্যাচে চোটের কারণে প্রথম এগারোয় ছিলেন না তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

তবে জুভে জার্সিতে মাঠে নামতেই ফের নিজের খেল দেখালেন তিনি। দলকে জয় এনে দিতে না পারলেও, মূল্যবান অ্যাওয়ে গোল এনে দিলেন তিনি। তাঁর ট্রেডমার্ক হেডারে।

বাইরের মাঠে, এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা তরুণ দল আয়াখসের মুখোমুখি হয়েছিল জুভেন্টাস। যারা গত রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। তাদের বিরুদ্ধে প্রথমার্ধের শেষ দিকে গোল করেন রোনাল্ডো। 

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই নেরেসের দুর্দান্ত গোলে সমতা ফেরায় আয়াখস। শেষ দিকে চাপ রাখলেও, ব্যবধান বাড়াতে পারেনি তারা। আগামী বুধবার সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে দ্বিতীয় লেগে মাঠে নামবে দুই দল।

Bootstrap Image Preview