Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাস বৃদ্ধির দাবিতে মহাসড়কে ইবি ছাত্রীদের বিক্ষোভ

আহসান নাঈম, ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ১১:৩৮ AM

bdmorning Image Preview


ছাত্রীদের পরিবহনের জন্য বাস বৃদ্ধির দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বাস থেকে নেমে বাস আটকিয়ে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

বুধবার (১০ এপ্রিল) রাত ৮টায় কুষ্টিয়ার কাস্টম মোড় থেকে ছাত্রীদের নিয়ে ছেড়ে আসা একটি বাস বটতৈল বাজারে পৌঁছালে অতিরিক্ত ছাত্রীদের চাপের কারণে বাসটি থামিয়ে এর প্রতিবাদ করেন তারা।

ঘটনাস্থলে থাকা ছাত্রীরা জানায়, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টার ট্রিপে কুষ্টিয়া থেকে শিক্ষার্থী পরিবহনের জন্য ৩টি বাস বরাদ্দ রয়েছে। এর মধ্যে একটি বড় বাস ছাত্রীদের জন্য বরাদ্দ।

বুধবার (১০ এপ্রিল) এই বাসটি কাস্টম মোড়ে ছাত্রীদের দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। ভিতরে কোন জায়গা ফাঁকা ছিলনা। এরপরও আরো কয়েকজন ছাত্রী বাসে উঠলে ঠাসাঠাসি করে বটতৈল বাজার পর্যন্ত আসে তারা। এখানে আরো ৭জন ছাত্রী ক্যাম্পাসে আসার জন্য বাসের অপেক্ষায় দাড়িয়ে থাকে। জায়গা সংকটের কারণে তারা বাসে উঠতে পারেনি।

এরপর রাত ৮টার দিকে বাসে থাকা অন্যান্য ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে নেমে রাস্তায় বাসের সামনে দাঁড়িয়ে যায় তারা। এরপর তারা পরিবহন প্রশাসককে বিষয়টি অবহিত করে। এর মধ্যে কুষ্টিয়া শহর থেকে ছেড়ে আসা একটি ডাবল ডেকার ও একটি বড় বাস শিক্ষার্থীদের পাশ কাটিয়ে চলে আসে। এ অবস্থায় ছাত্রীরা প্রায় এক ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকে।

পরে শেখ হাসিনা হল প্রভোস্ট অধ্যাপক সেলিনা নাসরিন ও প্রক্টর সহযোগী অধ্যাপক আনিছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ছাত্রীদের বিভিন্ন প্রশ্ন করেন। এতে ছাত্রীরা আরো উত্তপ্ত হয়। পরে প্রক্টর একটি মাইক্রোবাসের ব্যবস্থা করেন। এতে ৮-১০ ছাত্রী ক্যাম্পাসে আসেন বলে জানা যায়।

ভুক্তভোগী ছাত্রী তাহমিনা ফেরদৌসি নিপা বলেন, বেশ কিছুদিন থেকে বাসে ঠাসাঠাসি করে আমরা ক্যাম্পাসে যাতায়াত করছি। ছাত্রীদের পরিবহনের জন্য একটি মাত্র বাস। শিক্ষার্থী বেড়েছে কিন্তু বাস বাড়েনি। এভাবে যাতায়াত বেশ অসহ্যকর। এই সমস্যার স্থায়ী সমাধান চাই।

পরিবহন প্রশাসক অধ্যাপক রেজওয়ানুল ইসলাম বলেন, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক গাড়ির রিকুইজেশন আছে। বুধবার (১০ এপ্রিল) গাড়ি মেরামতে দেয়া থাকে। তাই তাৎক্ষণিক বাস দেয়া সম্ভব হয়নি। 

Bootstrap Image Preview