Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্লাস ও ল্যাব সংকট নিরসনের দাবিতে জাবির আইন শিক্ষার্থীদের মানববন্ধন

আসিফ আল-মামুন, জাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০১:৩৪ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০১:৩৪ PM

bdmorning Image Preview


আইন অনুষদের জন্য নিজস্ব ভবন নির্মাণ করে ক্লাসরুম ও ল্যাব সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় অমর একুশে পাদদেশে এই প্রতিবাদী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখে, ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী খান মুনতাসির আরমান, ছাত্রফ্রন্টের সংগঠক কনজ কান্তি রায় প্রমুখ।

সভাপতি সুম্মিতা মরিয়ম বলেন, বিশ্ববিদ্যালয় আজকে কিভাবে অর্থ আয় করা যায় সেদিকে চিন্তা করছে। কিন্তু একটি অনুষদের ক্লাস করার জায়গা নাই সেদিকে মনোযোগ দিচ্ছে না।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে আইন অনুষদের ক্লাসরুম সংকট নিরসনের দাবি করেন।

মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক।   

Bootstrap Image Preview