Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাড়ির ওপরে উঠে তরুণীর প্রেসিডেন্ট বিরোধী বক্তৃতা ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০২:৩৬ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০২:৩৬ PM

bdmorning Image Preview


সুদানের রাজধানী খারতুমে দেশটির প্রেসিডেন্ট ওমর আল বশিরের পদত্যাগের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার অনুষ্ঠিত সমাবেশের মাঝখানে গাড়ির ওপর উঠে ২২ বছর বয়সী তরুণী আল সালাহ সরকারবিরোধী বক্তৃতা দেন।

পরে আল সালাহ সরকারবিরোধী বক্তৃতা ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই বক্তৃতা। 

সোশ্যাল মিডিয়ায় তার বক্তৃতা দেয়ার ছবি দেখে এটিকে অনেকেই ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন। কারণ এ ঘটনা বোঝাচ্ছে- আন্দোলনে সে দেশের নারীদের ভূমিকা কতখানি।

সমাবেশে ৭০ শতাংশ নারী অংশগ্রহণ করেছিলেন। আর সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আল সালাহ খারতুমের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার নিয়ে পড়ছেন।

১৯৮৯ সাল থেকে আল বশির সুদানের প্রেসিডেন্ট। পাউরুটির দাম বাড়িয়ে দেয়ায় গত বছরের ডিসেম্বর থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে। 

Bootstrap Image Preview