Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অন্য কেউ নয়, শাহরুখই ‘ডন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০২:৩৯ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview


সত্তরের দশকে্র শেষে ‘ডন’ হয়ে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। ২৮ বছরের পুরনো কিংবদন্তী ছবি ডনকে নয়া রূপ দিয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। ২০০৬ সালে ফারহান আখতারের সঙ্গে হাত মিলিয়ে তিনি এনেছিলেন ডনের রিমেক।

এবার গুঞ্জন উঠেছে শাহরুখকে সরিয়ে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিরিজে অভিনয় করতে চলেছেন রণবীর সিং। শোনা যাচ্ছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ‘ডন থ্রি’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শাহরুখ। এরপরই উঠে আসছে রণবীর সিং এর নাম। চিত্রনির্মাতারা শাহরুখের জায়গায় রণবীরকেই চাইছেন।

তবে ‘ডন থ্রি’ তে ডনের ভূমিকায় রণবীরের অভিনয়ের বিষয়টিতে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছেন অভিনেতা ও ছবিটির পরিচালক ফারহান আকতারের একটি বিস্বস্ত সূত্র। বলা হয়েছে এই গুঞ্জন ভিত্তিহীন। শাহরুখই হবেন ‘ডন থ্রি’ এর নায়ক, অন্য কেউ নয়।

Bootstrap Image Preview