Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অভিনয় ছাড়লেন আনুশকা শর্মা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৩:০০ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৩:০০ PM

bdmorning Image Preview


বলিউডের তারকা অভিনেত্রী আনুশকা শর্মা। শীর্ষ নায়িকাদের কাতারে নিজেকে প্রতিষ্ঠিত করে অভিনয় থেকে সরে যাচ্ছেন এই অভিনেত্রী? কিন্তু কেন?

অনেক জনপ্রিয় নায়িকাকে দেখা গেছে, বিয়ের পর অভিনয় ছেড়ে সংসারে মন দিতে। আনুশকা শর্মার ক্ষেত্রেও এমন হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে।

বর্তমানে আনুশকার বেশিরভাগ সময় কাটছে স্বামী বিরাট কোহলির সঙ্গে। পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্মসের ব্যানারে সিনেমা নির্মাণের ব্যাপারে বেশি মনোযোগী হয়েছেন তিনি।

জানা গেছে, সামনে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। প্রথমবারের মতো এই আসরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কোহলি। তাই স্বামী বিরাটকে সহযোগিতা করতে সময় দিচ্ছেন আনুশকা। ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত থাকবেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, গেল বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আনুশকা অভিনীত শেষ সিনেমা ‘জিরো’। এই ছবিতে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে পর্দা শেয়ার করেন তিনি। এরপর আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি এই নায়িকাকে।

Bootstrap Image Preview