Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জুতা কিনে ব্যাংককে যাওয়ার টিকিট পেলেন মীর সাব্বির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৩:১৮ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৩:২০ PM

bdmorning Image Preview


দেশীয় টেলিভিশনের খ্যাতিমান অভিনেতা মীর সাব্বির। জুতা কিনে ব্যাংককে যাওয়ার টিকিট পেয়েছেন তিনি। তবে বাস্তবে নয়, নাটকে।

আসছে ঈদে প্রচারের লক্ষে ‘বাপবেটা কাপল টিকিট’ শিরোনামের একটি নাটকে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন মীর সাব্বির। এর আগে মীর সাব্বিবের নির্দেশনায় এই সিরিজের একাধিক কিস্তি প্রচারের পর দর্শকপ্রিয়তা পেয়েছে।

‘বাপবেটা কাপল টিকিট’ নাটকের গল্পে দেখা যাবে, মীর সাব্বির ও জামিল হোসেন সম্পর্কে বাপ-বেটা। কেনাকাটা করতে গিয়ে তাদের ভাগ্যের চাকা খুলে যায়। জুতা কিনে বাপ-বেটা মিলে দুজনে লটারিতে ব্যাংকক যাওয়ার টিকেট পান। এ নিয়ে গ্রামে তুলকালাম কাণ্ড, এলাকায় রটে যায় বাপবেটা মিলে ব্যাংকক যাবেন।

মীর সাব্বির ও জামিল দুজনে মিলে ব্যাংকক যাওয়ার জন্য ব্যাম্বো এয়ার হোস্টেসের কর্মী তানজিকার কাছে যান পরামর্শ নিতে। কীভাবে প্লেনে উঠতে হয়, বসতে হয় এসব নিয়মকানুন শিখে নেয়। এরমধ্যে ঘটতে থাকে পেটে খিল ধরানো হাসির নানা কাণ্ড। ব্যাংকক যাওয়ার আগ মূহুর্তে ঘটে লঙ্কাকাণ্ড!

এর আগের কিস্তিগুলোতে মীর সাব্বিরের ছেলের ভূমিকায় ছিলেন সাঈদ বাবু। তবে এবার তার ছেলের স্থানে অভিনয় করছেন মীরাক্কেল তারকা জামিল হোসেন। এছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ওয়ালিউল হক রুমি, নীলা ইসলাম, শফিক খান প্রমুখ।

Bootstrap Image Preview