Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পহেলা বৈশাখ উদযাপন করবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৪:৩১ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৪:৩১ PM

bdmorning Image Preview


সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আগামী (১৪ এপ্রিল-২০১৯) পহেলা বৈশাখ উদযাপন করা হবে। আর এ জন্য বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কনস্যুলেটের প্রথম সচিব ও কার্যালয় প্রধান মোস্তফা জামিল খান স্বাক্ষিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, "পহেলা বৈশাখ-১৪২৬" (১৪ই এপ্রিল ২০১৯, রবিবার) উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ১৪ এপ্রিল ২০১৯ কনস্যুলেটের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা প্রাঙ্গণে বৈশাখের গান, কবিতা আবৃত্তি, বৈশাখের উপর আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Bootstrap Image Preview