Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রী হলে গেস্ট রাখার দাবি শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৪:৩৭ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৪:৩৭ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রী হলগুলোতে গেস্ট রাখাসহ নানাবিধ সমস্যা নিরসনের দাবি জানিয়েছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানবন্ধন থেকে তারা এ দাবি জানান। এর আগে গত বুধবারেও একই দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা বেশিরভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে এখানে পড়ালেখা করছি। বিভিন্ন প্রয়োজনে আমাদের পরিবার থেকে ও আত্মীয়-স্বজনেরা এখানে আসেন। অন্যত্র থাকার সুযোগ না থাকায় তারা আমাদের উপর ভরসা করে এখানে আসেন। আর তখনই গেস্ট নিয়ে হল কর্তৃপক্ষের কথা শুনতে হয়। হলে দায়িত্বরত কর্মচারীরা পর্যন্ত এ নিয়ে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

শিক্ষার্থীরা বলেন, ছাত্রী হলে শুধুমাত্র শিক্ষার্থীর মা'কে থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু মা ছাড়াও আমাদের বোন, খালাসহ আরও আত্মীয়-স্বজন আসেন। তাদেরকে হলে রাখার অনুমতি দেওয়া হয় না। কিন্তু ছাত্র হলগুলোতে গেস্ট রাখা নিয়ে কোনো সমস্যা হয় না। আমরা সবাই ক্যাম্পাসের শিক্ষার্থী। ছাত্র হলগুলোর মত আমাদেরকেও গেস্ট রাখার সুুযোগ দিতে হবে।

মানববন্ধনে ছয়টি ছাত্রী হলের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। রোকেয়া হলের শিক্ষার্থী শাকিলা খাতুনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মন্নুজান হলের জান্নাতুন নাঈম, রহমতুন্নেসা হলের শিক্ষার্থী ইসমাত আরা জেরিন, কর্মসূচিতে সংহতি জানিছেন রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রঞ্জু হাসান প্রমুখ। কর্মসূচি থেকে আগামী সোমবার গ্রন্থাগারের সামনে গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল রহমতুন্নেসা হলের এক আবাসিক ছাত্রীর কাছে আসা গেস্টকে হল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে আন্দোলন শুরু করে ছাত্রীরা।

Bootstrap Image Preview