Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছেলে হারানোর শোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৬:২৩ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৬:২৩ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ঠিকাদার মোহাম্মদ আলী (৬৫) ছেলে হারানোর শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি.....রাজেউন)।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ মিল্টন (৩৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বুধবার দুপুরের দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আজ বৃহস্পতিবার সকালের দিকে আব্দুল মজিদ মিল্টনের বাবা মোহাম্মদ আলী ছেলের কবর জিয়ারত শেষে পানি ছিটিয়ে দিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আসার পর ছেলের শোকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ আলী। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মাদ আলী এক স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

এ ঘটনায় নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার প্রমুখ।

Bootstrap Image Preview