বগুড়ার ধুনটে জেলা পুলিশের আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ক্ষতি রক্ষায় সচেতনতা তৈরীর জন্য নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে ধুনট থানা চত্ত্বরে কমিউনিটি এ্যাওয়ারনেস প্রোগ্রামের নারী সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো নারী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার হেলেনা আকতার।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বগুড়া জেলা অফিসার তামিমা নাছরীন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, প্রভাষক মোকছেদুল হক ফারুক, ধুনট থানার এসআই মাইনুদ্দিন, শরীফুল ইসলাম, মন্তাজ আলী, এএসআই মনোয়ারা ও আব্দুল জব্বার প্রমুখ।