Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেই নুরুদ্দিনের নেতৃত্বে অধ্যক্ষের মুক্তির দাবিতে মিছিল-সমাবেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৮:২৬ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৮:২৬ PM

bdmorning Image Preview


মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির অভিযোগে নুসরাতের মায়ের দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়া ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার পক্ষে মিছিল ও সমাবেশ করা হয়েছিল। ওই মিছিলে অংশ নিয়ে বক্তব্য দেয় একই মাদ্রাসার ফাজিল শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র নুরুদ্দিন।

গত ২৭ মার্চ অধ্যক্ষকে গ্রেফতার করার পরদিন ২৮ মার্চ তার মুক্তির দাবিতে সোনাগাজী উপজেলা সদরে ওই মিছিল ও সমাবেশ হয়।

নুরুদ্দিন হত্যার শিকার নুসরাতের ভাইয়ের দায়ের করা মামলার দুই নম্বর আসামি। ইতিমধ্যেই পুলিশ নুরুদ্দিনকে গ্রেফতারও করেছে। বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে রয়েছে নুরুদ্দিন।

এদিকে অধ্যক্ষের মুক্তির দাবি করা ওই মিছিলের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে আসামি নুরুদ্দিনকে বক্তব্যও দিতে দেখা যায়।

নুরুদ্দিন বলে, ‘গত বুধবার পুরাতন একটি ঘটনায় আমাদের সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল সাহেবকে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে পুলিশ বাহিনী অ্যারেস্ট করেছে। প্রিন্সিপাল হুজুরকে মিথ্যা ও বানোয়াট মামলা থেকে যদি মুক্তি দেয়া না হয়... এই সোনাগাজীর মাদ্রাসা থেকে শুধু ছাত্রলীগ তৈরি হয় না, ছাত্রদল তৈরি হয় না, ছাত্রশিবির তৈরি হয় না, এই মাদ্রাসা থেকে একজন আলেমও তৈরি হয়। এই সোনাগাজী মাদ্রাসার আলেমসহ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের প্রিন্সিপাল হুজুরকে মুক্তি দিতে হবে।’

‘যত দিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, তত দিন পর্যন্ত...।’

ভিডিওতে নুরুদ্দিন আরও বলে, ‘পুলিশ প্রশাসন বলেছিলেন, নির্বাচনের জন্য মিটিং-মিছিল বন্ধ করা হয়েছে। আমরা আপনাদের কথা শুনেছি। আপনারা সাংবাদিকরা যদি আমাদের নামে খারাপ রিপোর্ট করেন, আমরা তাদেরকে ছাড় দেব না।’

নুরুদ্দিন আরও বলে, ‘আগামী রবিবার-সোমবার আমাদের হুজুরকে কোর্টে উঠানো হবে। আমাদের হুজুরকে যদি মুক্তি দেয়া না হয়, অনির্দিষ্টকালের জন্য সোনাগাজী মাদ্রাসা বন্ধ থাকবে। আমরা সব ছাত্রজনতা বলছি, প্রিন্সিপাল স্যারকে যদি মুক্তি দেয়া না হয়, তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

এ সময় সমাবেশে উপস্থিত সবাই প্রিন্সিপালের মুক্তি চাই বলে স্লোগান দিতে শোনা যায়।

পরে নুরুদ্দিন বলে, ‘আরেকটা কথা বলতে চাই, এই মাদ্রাসা কমিটিতে ছিল কুলাঙ্গার শেখ মামুন। তাকে কমিটি থেকে বের করে দেওয়ার কারণে সে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদেরকে অধ্যক্ষের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সেই কুলাঙ্গার শেখ মামুন আমাদের মানববন্ধনে, ব্যানার ও ফেস্টুনে হাত দিয়েছে। আমরা তার বিচার চাই।’

আমাদের প্রিন্সিপাল হুজুরকে যদি নিঃশর্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দেওয়া না হয়, তাহলে সোনাগাজী নয়, পুরো বাংলাদেশের আলেম সমাজ তাদের ছাড়বে না।’

এ সময় আবারও প্রিন্সিপালের মুক্তি চাই বলে স্লোগান দিতে শোনা যায় ভিডিওটিতে।

উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৯টায় না ফেরার দেশে চলে যান ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি (১৮)। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও তাকে বাঁচানো গেল না। টানা ১০৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন এই ছাত্রী।

Bootstrap Image Preview