পাটকেলঘাটায় গলায় ওড়না পেঁচিয়ে এক অন্তঃসত্তা গৃহবধু আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে পাটকেলঘাটা পশ্চিমপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃত্যুকালে মরিয়ম ৪ মাসের অন্তঃসত্তা ছিল বলে জানা যায়।
সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে পাটকেলঘাটা পশ্চিমপাড়ার আলম গাজীর স্ত্রী মরিয়ম বেগম (২০) সকাল ১০টার দিকে নিজ ঘরের দরজা বন্ধ রাখে। পরিবারের অন্য সদস্যদের সন্দেহ হলে মরিয়মকে ডাকাডাকি করতে থাকলে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে।
এ সময় মরিয়মকে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে থাকতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় লোকনাথ নাসিং হোমে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপ্লব কান্তী মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-১০। তাং-১১/০৪/১৯ ইং।