শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম দিপু।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চত করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন।
শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন জানান, আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ শাবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামকে নিয়োগ দিয়েছেন। আজ বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে তিনি নিজ কর্মস্থলে যোগদান করবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নিদেশনা পরিচালক, সাবেক শিক্ষক সমিতির সভাপতি, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও গণিত বিভাগে বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন তিনি।