Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিল্পা শেঠির বেগুন তোলার ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ১০:২৬ AM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ১০:২৭ AM

bdmorning Image Preview


বলিউডের জনপ্রিয় নায়িকা শিল্পা শেঠিকে আজকাল ডান্স শো-তে সবচেয়ে বেশি দেখা যায়। সেখানে তিনি জাজের ভূমিকায় থাকেন। সম্প্রতি তেমন কোনও ছবি নেই তার হাতে। বহুদিন ধরে করছেন না কোনো কাজ।

এখন শিল্পা নিজের ফিটনেস নিয়ে বেশি ভাবেন এবং তার ফিটনেস ক্লাবও রয়েছে। শিল্পার এখন সুখের সংসার। বিয়েও করেছেন ভালো পাত্র দেখে।

তবে হঠাৎ কী হল যে বেগুন তুলতে হচ্ছে তাকে। তাও নিজের বাড়িতে লাগানো বেগুন তুলছেন তিনি। তুলছেন ধনেপাতাও। কিছুই না আসলে শিল্পা নিজের বাড়ির বাগানে সবজি লাগিয়েছেন। আর সেই সবজি নিজে হাতে তুলে করবেন রান্না। এই খাবার স্বাস্থ্যকর। আর স্বাস্থ্য নিয়ে শিল্পা সব সময় সচেতন।

তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। দেখে নিন সেই ভাইরাল ভিডিও---

Bootstrap Image Preview