রংপুরে আব্দুল্লাহ ওরফে আলম গজীব (২২) নামের এক সক্রিয় জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩ এর সদস্যরা।গ্রেফতারকৃত আলম সদর উপজেলার পার্বতীপুর পীরজাবাদ এলাকার মৃত মুনছুর আলীর ছেলে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে নগরীর পীরজাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক (এএসপি) আ. ন. ম. ইমরান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম গজীব জেএমবির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি এতদিন পলাতক অবস্থায় ছিল।
তিনি জেএমবির সাংগঠনিক গোপন বৈঠকে নিয়মিত অংশগ্রহণ করাসহ সংগঠনের জন্য চাঁদা প্রদান এবং চাঁদা সংগ্রহের কাজে লিপ্ত ছিল।
তিনি আরও জানায়, খুব শিগ্রয় গ্রেফতারকৃত ঐ জঙ্গির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।