Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেহব্যবসার পর্দাফাঁস, অশ্লীল অবস্থায় আটক ৮ তরুণ-তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৩:৪২ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৩:৪২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ফের দেহব্যবসার পর্দাফাঁস করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দিনে-দুপুরে আট তরুণ-তরুণীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৩ জন মহিলা রয়েছে বলে জানা গেছে। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুর। 

তারা হলেন- শ্যাম কুমার, জইশন, অনিল, রেজিশ, এলধো মাথাই, প্রিয়া, রেশিদা, স্মিশা। এদের সকলের বয়স ২৩ থেকে ৫২’র মধ্যে।

সূত্র থেকে জানা গেছে, শ্যাম কুমার দীর্ঘদিন ধরে দেহব্যবসার কাজে হাত পাকিয়েছিল।

পুলিশ জানায়, অভিযুক্ত এই কাজের জন্য একমাস আগে একটি বাড়ি ভাড়া নিয়েছিল চিন্থারমণি রোডে।

প্রতিবেশিরা জানিয়েছিল, টাইলসের ব্যবসা রয়েছে তার। কিন্তু তার কার্যকলাপে প্রতিবেশিদের সন্দেহ হয়। কারণ প্রায়শই অনেক ছেলে-মেয়েদের সেখানে আনাগোনা চলতো।

মিথ্যা কথাকে সত্যি প্রমাণের জন্য কুমার তার কম্পাউন্ডের দেওয়ালের টাইলস্ বসিয়েছিল। তবে ক্লায়েন্টদের সুবিধার জন্যই তা করা হয়েছিল, যাতে সকলের ওই ফ্ল্যাটটি চিনতে অসুবিধা না হয়। আটকদের পেরুমবাভুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়।

Bootstrap Image Preview