Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধামরাইয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান  

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৯:৪৫ PM

bdmorning Image Preview


ঢাকার ধামরাইয়ের সোমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃত্তি শিক্ষার্থীদের মাঝে মরহুম কিয়ামুদ্দিন কল্যাণ ট্রাস্ট শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এসময় বিদ্যালয় প্রাঙ্গনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া গ্রামের সোমভাগ সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ ধামরাইয়ের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।

তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন করতে হবে, তাহলেই দেশ উন্নত হবে।  

সজাগ এর পরিচালক জনাব আব্দুল মতিন তার বক্তব্যে বলেন, কর্ণেল দেলোয়ার হোসেন একটি ভালো উদ্যোগ নিয়েছে। এই বৃত্তি প্রদানের জন্য শিক্ষার্থীরা পড়ায় আগ্রহী হবে। এর জন্য কর্ণেল দেলোয়ার হোসেনকে আমি ধন্যবাদ জানাই। 

এসময় সোমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে মরহুম কিয়ামুদ্দিন কল্যাণ ট্রাস্ট শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব জনাব হাবিবুর রহমান, উপ-সচিব খাদিজা নাজনিন, ডিএমপি কমিশনার মাসুদ আহমেদ, সজাগ এর পরিচালক জনাব আব্দুল মতিন, লে.কর্নেল ডঃ দেলোয়ার হোসেন, সোমভাগ ইউপি চেয়ারম্যান আজাহার আলী, প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, আনোয়ার হোসন প্রমুখ।  

Bootstrap Image Preview