Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাশিমপুর কারাগারে বন্দি নারীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৯:৪৫ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৯:৪৫ PM

bdmorning Image Preview


গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় বন্দি নেছারু বেগম নামে এক আসামির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে মারা যান। নেছারু চট্টগ্রাম সিটি করপোরেশনের বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ এলাকার ইউনুছ আলীর স্ত্রী।

কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি মাদক মামলার আসামি নেছারু কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেছারু মুগদা থানায় মাদক মামলার আসামি ছিলেন। গত মার্চ মাস থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।

Bootstrap Image Preview