Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ১১:৩৯ AM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ১১:৩৯ AM

bdmorning Image Preview


পটুয়াখালীতে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে পুলিশ লাইন মাঠে পুলিশ সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলার স্থানীয় শিল্পীদের পাশপাশি পথিক হাসান এবং মম গান পরিবেশন করেন। 

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান'র সভাপতিত্বে আয়োজিত পুলিশ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন, বরিশাল রেঞ্চের ডিআইজি শফিকুল ইসলাম।

এসময় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাড. শাহজাহান মিয়া, পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব, জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীসহ জেলার বিশিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। 
 

Bootstrap Image Preview