Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লোকসভা নির্বাচন: প্রথম দফায় ভোট পড়েছে ৬৯.৪৩ শতাংশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ১১:৫০ AM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ১২:০৭ PM

bdmorning Image Preview


ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় সবমিলিয়ে ভোট পড়েছে ৬৯.৪৩ শতাংশ। প্রথম দফায় ১৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। এসব ৯১ কেন্দ্রে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,২৭৯ জন। আর ভোটারের সংখ্যা ১৪.২০ কোটি।

শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাতে দেশটির নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটারের ৬৯.৪৩ শতাংশ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। কয়েকটি জায়গার তথ্য হাতে না পাওয়ায়, ভোটদানের হার সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে কমিশন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে নয় দফায় ৬৬.৪৪ শতাংশ ভোট পড়েছিল।

ভারতে এবারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে।

Bootstrap Image Preview