Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নুসরাত হত্যার প্রতিবাদে তিতাসে মানববন্ধন

জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৩:৩৮ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৩:৩৮ PM

bdmorning Image Preview


ফেনীর সোনাগাজিতে যৌন নিপীড়নের শিকার এবং প্রতিবাদ করায় মাদ্রাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লা তিতাস উপজেলার সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সোশ্যাল ফ্রেন্ডস এসোসিয়েশনের (এসফা) সদস্যরা।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় হোমনা-গৌরিপুর সড়কের গাজীপুর বাসস্ট্যান্ডে 'এসফার' আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে অভিযুক্ত যৌন নিপীড়নকারী অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও আয়োজন কমিটির আহবায়ক মোঃ নাজিরুল ইসলাম মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এহসানুল হক সেলিম সবুজ, গাজীপুর ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সুমন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইমুন, গাজীপুর কলেজের প্রভাষক হালিমা আক্তার সুরভী, মোঃ কামরুজ্জামান, মোঃ শওকত হোসেন টুলু, তিতাস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ নুরুজ্জামান, কবি মোঃ শামীম আল ইয়াছিন, এসফার অর্থ সম্পাদক মোঃ ইকরাম সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, রক্তদান সংগঠন আপনজনের সভাপতি মনিরা আক্তার, ইব্রাহীম, নাহিদ, কালাম, রমজান, ফারুক, শরীফ, রহিমা, মনি, ফারজানা, রুমি, জাকিয়া ও লিপিসহ শতাধিক ব্যক্তিবর্গ।     

Bootstrap Image Preview