Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় সাপের কাপড়ে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৪:৪৫ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার ব্র‏হ্মরাজপুরে বিষধর সাপের কাপড়ে আনজুয়ারা খাতুন (৫১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে ব্র‏হ্মরাজপুর ইউনিয়নের উমরাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আনজুয়ারা খাতুন উমরাপাড়া গ্রামের আব্দুল মাজেদ ঢালীর স্ত্রী।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে আটটার দিকে গরুর বিচলি খাওয়ানোর জন্য গৃহবধূর আনজুয়ারা বাড়ির আঙ্গিনায় বিচলি গাদা থেকে বিচলি আনতে গেলে বিষধর একটি সাপ তার ডান হাতের একটি আঙ্গুলে কামড় দেয়। প্রথমে অল্প জ্বালা-যন্ত্রনা শুরু হলেও সে বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্থানীয় কবিরাজ দিয়ে ঝাড়-ফুঁক শুরু করে। একপর্যায়ে তার অবস্থার আরো অবনতি ঘটলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা এগারটার দিকে তাকে মৃত ঘোষনা করেন।

ব্র‏হ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য রেজাউল করিম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। 

Bootstrap Image Preview