Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোসল না করায় স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৪:৪৯ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৪:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সপ্তাহে একবার গোসল করেন স্বামী। ভালো করে দাড়িও কামায় না। দুর্গন্ধে বাড়িতে টেকা যায় না। এমন অভিযোগে স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী।

এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে। গত বছরই বিয়ে হয়েছিল তাদের। স্বামীর বয়স ২৫ আর স্ত্রীর বয়স ২২ বছর।

বেশ ভালোই চলছিল। তারপরই শুরু হয় ঝামেলা। স্ত্রীর কথায়, বিয়ের পর পর স্বামী বেশ ঝকঝকেই থাকত। সমস্যা শুরু হয় মাস ছয়েক আগে। গোসল করতে যেতে নাকি বেশ অনীহা ছিল। আর দাড়ি কামাতে গেলেই নাকি তার গায়ে জ্বর আসত।

সমাধান না মেলায়, শেষে ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা ঠুকে দেন স্ত্রী। বিচারক আরএন চাঁদ ছ’মাসের জন্য দু’জনকে আলাদা থাকার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে কাউন্সেলিং চলবে দু’জনেরই।

কোর্ট কাউন্সিলর সাহিল অবস্তী জানিয়েছেন, স্বামী নিমরাজি হলেও স্ত্রী মোটেই আর থাকতে চাইছেন না একসঙ্গে। ওই তরুণ সিন্ধি সম্প্রদায়ের, কিন্তু তরুণী ব্রাহ্মণ। এই বিয়ে নিয়ে দুই পরিবারের কোনও আপত্তি ছিল না। এখনও নাকি তারা চাইছেন সব মিটে যাক। কিন্তু তরুণী তার সিদ্ধান্তে অনড়।

Bootstrap Image Preview