Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফরিদপুরে মানববন্ধন 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:১৯ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:২১ PM

bdmorning Image Preview


ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন বিএফএফ’র পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, ব্লাষ্টের অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, মহিলা নেত্রী বিলকিস ইসলাম, তরুছায়ার খালিদ মাহমুদ সজিব।

বক্তারা বলেন, সারাদেশে ভয়াবহ আকারে নারী নির্যাতন বেড়েছে। এসব নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ না করার কারণেই নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। নুসরাতকে যারা পুড়িয়ে মেরেছে সেইসব ব্যক্তিদের অবিলম্বে দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে। 

Bootstrap Image Preview