Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এক ঘণ্টায় কক্সবাজারের আগুন নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:২৩ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কক্সবাজারের লালদীঘির দক্ষিণ পাড়ে জিলানী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার এক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শনিবার বেলা সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিগারেটের নিক্ষিপ্ত অংশ কিংবা মার্কেটের পাশের ব্যাচেলর রুমের রান্নার চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, জিলানী মার্কেটের ছাদে ছেঁড়া কাপড়, ভাঙা ককশিট ও প্লাস্টিক পণ্যসহ নানা জিনিস জমিয়ে রাখা হতো। ব্যাচেলর বাসায় রান্না করতেন কেউ কেউ। আবার আবাসিক রুমেও মাদক সেবন চলতো। কেউ হয়তো সিগারেট খেয়ে শেষ অংশটি ফেলে দেয়ায় আগুন লেগে গেছে।

প্রত্যক্ষদশীরা জানান, হঠাৎ জিলানী মার্কেটের ছাদের ওপর দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখে মার্কেটের ব্যবসায়ীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে লালদীঘির পানি দিয়ে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। তবে এ ঘটানায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যায় মার্কেটের নিচতলার রিচম্যান-লুবনান শো-রুম, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, অগ্রণী ব্যাংক, পত্রিকা অফিস সমেত আসাদ কমপ্লেক্স ও বিরাম হোটেলসহ শত শত ব্যবসা প্রতিষ্ঠান।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাফায়াত হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। যদি পাশের লালদীঘির পানি না থাকতো, তাহলে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তো। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের নিক্ষিপ্ত অংশ কিংবা ব্যাচেলর বাসার গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

Bootstrap Image Preview