বগুড়ার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক জাহানারা খাতুনের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মহসীন আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ।
ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আল-আমিন, জুয়েল সরকার, আনিছুর রহমান, জহুরুল ইসলাম, সহকারি শিক্ষক সোহরাব হোসেন, আব্দুল মজিদ, সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান মিঠু, আমিনুল ইসলাম, প্রভাষক মোকছেদুল হক, জিয়াউল হক, সহকারি শিক্ষক জাহেদুল ইসলাম, বিজয় সরকার, শিক্ষার্থী নুসরাত নেহা ও তানজিম আফরোজ প্রমুখ।