Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত ময়মন‌সিংহে ভুটা‌নের প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১১:৪২ AM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ১১:৪২ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভুটা‌নের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং আজ রবিবার ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত ময়মন‌সিংহ সফর করছেন। তার শিক্ষাপ্র‌তিষ্ঠান ময়মনসিংহ মে‌ডিকেল ক‌লেজ সফর করছেন তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন।

রবিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ময়মনসিংহে অবতরণ করেন। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে উপস্থিত হন তিনি।

ময়মনসিংহে তিনি তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। অনুষ্ঠানে ময়মনসিংহে কর্মরত গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা ও শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়নকালে লোটে শেরিংয়ের ৭৭ জন সহপাঠীও এই আয়োজনে উপস্থিত রয়েছেন।

রাষ্ট্রীয় সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের নিরাপত্তায় নেয়া হয়েছে কড়া ব্যবস্থা।

Bootstrap Image Preview