Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নেশার টাকা না পেয়ে বাবাকে খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১২:১৯ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ১২:১৯ PM

bdmorning Image Preview


চট্টগ্রামে নগরে ‘নেশার টাকা না পেয়ে’ বাবা রঞ্জন বড়ুয়াকে ছুরিকাঘাতে খুন করেছে ছেলে। পরে ৯৯৯ এ অভিযোগ করা হলে দুই ঘণ্টার পর ছেলে রবিন বড়ুয়া বাবুকে (২৪) আটক করেছে পুলিশ।  

রবিবার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে নগরের কোতোয়ালী থানার কাজীর দেউরি ২ নম্বর গলিতে ঘটনাটি ঘটে। রঞ্জন চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী মহামনি এলাকার সমীরণ প্রসাদ বড়ুয়ার ছেলে।

নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ভোর ৫টার দিকে কাজীরদেউরি ২ নম্বর গলিতে ‘নেশার টাকা না পেয়ে’ রঞ্জনকে ছুরিকাঘাতে খুন করেছে তার ছেলে রবিন। পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডের দুই ঘণ্টার মধ্যে ব্যাটারি গলি এলাকায় অভিযান চালিয়ে রবিনকে আটক করা হয়।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি মহসীন।

Bootstrap Image Preview