Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধর্ম নিয়ে বিজেপিকে রাজনীতি করতে দেব না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০১:১১ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০১:১১ PM

bdmorning Image Preview


বিজেপিকে কড়া ভাষায় কটাক্ষ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মের নামে সাধারণ মানুষকে বিপথে চালনা করার উদ্দেশ্যে রাজনীতি করার জন্য বিজেপিকে বরাবরই আক্রমণ করে আসছেন মমতা।

শনিবার দার্জিলিং-এর তৃণমূল প্রার্থী অমর সিং রাই-এর জন্য একটি জনসভা করে মমতা বলেন, বিজেপি তো ধর্ম নিয়েই নোংরা রাজনীতি করে যায়। ওদের আর আছেটা কী! ওরা ধর্মের নামে নোংরা রাজনীতি করেই মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে।

আর নির্বাচনের সময় ওরা এটাকে বাংলার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার কাজে ব্যবহার করছে। ওদের বয়কট করুন। বাংলার মানুষ বিজেপির হিংসার রাজনীতিকে সমর্থন করে না। কী সাহস! ওরা তরোয়াল নিয়ে মিছিল করছে।

তিনি আরও বলেন, আর কার গলা কাটতে চায় ওরা? আমি থাকতে এ বাংলায় কারও গলা কাটতে দেব না। যা পাচ্ছে সেই অস্ত্র নিয়েই মিছিল করছে!লাঠি দিয়ে কার মাথা ভাঙতে চায় ওরা?

সভায় মমতা আরও বলেন, বাংলায় এনআরসি চালু করবে,।কেন্দ্র থেকে উৎখাত করে দিন ওরা ভাবছে বাংলা দখল করবে। আমি থাকতে বিজেপির ক্ষমতা নেই বাংলায় এনআরসি চালু করার।

উল্লেখ্য,ভারতে প্রথম দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে।

Bootstrap Image Preview