Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধোনির বহিষ্কার চান শেওয়াগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০১:৩৫ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০১:৩৫ PM

bdmorning Image Preview


মহেন্দ্র সিং ধোনিকে তীব্র আক্রমণ করলেন বীরেন্দ্র শেওয়াগ। বলে দিলেন, ধোনি যা করেছেন, তার জন্য কম করে দুটো-তিনটে ম্যাচ সাসপেন্ড করা উচিত তাঁকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একটি 'নো' বল না দেওয়াকে কেন্দ্র করে সোজা মাঠে ঢুকে গিয়ে আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়ে দেন ধোনি। যা নিয়ে তোলপাড় হচ্ছে।

শনিবার শেওয়াগকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি বলে দেন, 'ধোনি যেটা করেছে, সেটা দেখে কাল যদি অন্য টিমের ক্যাপ্টেনও করে, তখন কী হবে? তা হলে মাঠে আম্পায়ারের অবস্থা কী হবে? আম্পায়ারদের তো কোনও গুরুত্বই থাকবে না। ধোনিকে অন্তত দুটো থেকে তিনটে ম্যাচ অবশ্যই সাসপেন্ড করা উচিত। যেটা আইপিএলে দৃষ্টান্ত হয়ে থাকবে।'

শেওয়াগ আরো বলেন, 'মাঠে তো চেন্নাইয়ের দু'জন ব্যাটসম্যান ছিল। তারা আম্পায়ারদের সঙ্গে কথা বলছিল। তা হলে ধোনি ঢুকল কেন? ও বরং মাঠের ধারে দাঁড়িয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলতে পারত। তবে ধোনিকে আমি এত রাগতে কোনওদিন দেখিনি।'

Bootstrap Image Preview