ড. সৈয়দ মুনতাসির মামুন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।
তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল- দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা এবং গবেষণার তত্ত্বাবধায়ক শিক্ষক ছিলেন- অধ্যাপক ড. জিয়াউল হক মামুন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ড. সৈয়দ মুনতাসির মামুনসহ ২৩ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।
বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা ড. সৈয়দ মুনতাসির মামুন বর্তমানে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচালক (উপসচিব) হিসাবে কর্মরত আছেন। ইতিপূর্বে তিনি বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
ড. সৈয়দ মুনতাসির মামুন সকলের দোয়া কামনা করেছেন।