Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হরিপুরে পহেলা বৈশাখ পালিত

জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০২:৫৬ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview


মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা

 অগ্নিস্নানে শুচি হোক ধরা।

রসের আবেশরাশি   শুষ্ক করি দাও আসি

 এসো হে বৈশাখ এসো এসো

১৪২৬ বাংলা নববর্ষ বরণ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সকালে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যবাহী পালকি, গরুর গাড়ী এবং বাংলার বাঘ প্রদর্শনসহ বাদ্য-বাজনা বাজিয়ে নেচে-গেয়ে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শিশু-কিশোরেরা। 

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার এম.জে আরিফ বেগ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, ওসি আমিরজ্জামান, অধ্যক্ষ সৈইদুর রহমান, উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল কাউয়ুম পুষ্প, ডেপুটি কমান্ড সোলেমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, যুবলীগ সম্পাদক আমজাদ আলী, ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মংলা ও পাভেল তালুদার প্রমূখ।

Bootstrap Image Preview