বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠি খেলা ও খন্দকার মোশাররফ হোসেন বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় কলেজটির শহর ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল সাড়ে ৬ টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।
এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো: জাকির হোসেন খাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।