Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নববর্ষ উপলক্ষে রাজেন্দ্র কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৩:২৬ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৩:২৬ PM

bdmorning Image Preview


বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠি খেলা ও খন্দকার মোশাররফ হোসেন বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় কলেজটির শহর ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল সাড়ে ৬ টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো: জাকির হোসেন খাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।

Bootstrap Image Preview