Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৩:৩২ PM

bdmorning Image Preview


ভারতের উত্তর প্রদেশের বারানসি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। পূর্ব উত্তরপ্রদেশে কংগ্রেসের দায়িত্বে থাকা দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই দাবি করেছে ওই সংবাদমাধ্যম।

আগামী ১৯ মে বারনসিতে নির্বাচন হবে। কংগ্রেস নেতারা এর আগে প্রিয়াঙ্কাকে সেখান থেকে নির্বাচন করতে বলেছিলেন। রাহুল গান্ধী জানান, কেবল প্রিয়াঙ্কা রাজি হলেই তাকে প্রার্থী করা হবে। তবে শেষ মুহূর্তে মনোনয়ন দিয়ে হয়তো চমক দিতে চাইছে কংগ্রেস।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বিজেপির নরেন্দ্র মোদি এ আসনে অরবিন্দ কেজরিওয়ালের থেকে ৩ লাখ ৭১ হাজার বেশি ভোট পেয়ে মোট ৫ লাখ ৮১ হাজার ভোটে জয়ী হয়েছিলেন নরেন্দ্র মোদি।

Bootstrap Image Preview