Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চলন্ত গাড়িতে নগ্ন তিন তরুণী, পুলিশের ধাওয়া অতঃপর...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৬:৩৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


ঝড়ের বেগে গাড়ি চালিয়ে যাচ্ছেন এক তরুণী। তার সাথে গাড়িতে বসে আছেন আরও দুই তরুণী। তিনজনই নগ্ন। আর পেছন থেকে তাদের গাড়ি আটকাতে ধাওয়া করছে পুলিশের গাড়ি।

এটা সিনেমার কোনো দৃশ্য নয়। বাস্তবেই এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

আন্তর্জাতিক গণমাধ্যমে খবরে জানা যায়, রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন ওই তিন তরুণী। তিন জনেই পুরো নগ্ন হয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। তরুণীদের এমন কাণ্ড কানে পৌঁছতেই পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

তরুণীদের এমন বেশে থাকার কথা জিজ্ঞাসা করতেই পুলিশকে তারা জানান, গোসলের পর ‘সানট্যান’ লোশন মেখে সানবাথ নিচ্ছেন! পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তারপরই গাড়িতে চেপে ঝড়ের গতিতে সেখান থেকে বেরিয়ে যান তাঁরা। পুলিশও তাদের ধাওয়া করতে শুরু করে। কিছুতেই ওই তরুণীদের ধরা সম্ভব হচ্ছিল বলে জানান এক পুলিশ কর্মকর্তা।

এভাবে ঘণ্টাখানেক ‘র‌্যাট অ্যান্ড ক্যাট’ রেস চলতে থাকে পুলিশ-তরুণীদের মধ্যে। একটা সময় তরুণীদের গাড়ি ওভারটেক করে তাদের গতিরোধ করার চেষ্টা করে পুলিশ।

এক পুলিশ কর্মকর্তাার দাবি, বাধা দিতে গেলে তাদের এক কর্মীকে চাপা দিয়ে মারার চেষ্টাও করেন ওই তরুণীরা। অবশেষে তাদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গ্রেফতারে বাধা দেওয়া এবং অশ্লীলতার অভিযোগ এনে গ্রেফতার করা হয়।

Bootstrap Image Preview