Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এইডসের কথা শুনে ধর্ষণ না করেই পালালেন যুবক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৯:৫০ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৯:৫০ PM

bdmorning Image Preview
প্রতীকী


এক নারী ধর্ষণ থেকে বাঁচতে নিজেকে এইচআইভি পজিটিভ বলে দাবি করেছিলেন। আর তার ‘এইডস আছে’ শুনে পালিয়ে যান ধর্ষণে উদ্যত কিশোরবিলাস আভহাদ নামে এক যুবক।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের অওরঙ্গবাদ শহরের এ ঘটনা ঘটে। পরে এইডসে আক্রান্ত হওয়ার ভয়ে ধর্ষণ না করলেও ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। খবর এই সময়'র।

খবরে বলা হয়, গত ২৫ মার্চ অওরঙ্গবাদের রাজনগরে এই ২৯ বছরের বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা করে কিশোরবিলাস। ওইদিন নিজের সাত বছরের মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বাজারে আসেন এই নারী। বাজার থেকে ফেরার সময় দেখেন তার কাছে মাত্র ১০ টাকা আছে। এই টাকায় অটো ভাড়া না হওয়ায় লিফটের জন্য চেষ্টা করেন তিনি।

এতে বলা হয়, পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন কিশোরবিলাস। তিনি মা ও মেয়েকে তাদের বাড়ি পৌঁছে দেয়ার প্রস্তাব দেন। রাস্তার মাঝে নির্জন এলাকায় ধারালো অস্ত্র দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা করেন কিশোরবিলাস।

উপস্থিত বুদ্ধির আশ্রয় নিয়ে নিজেকে বাঁচাতে এই নারী জানান তার এইডস আছে। এই কথা শুনে পালিয়ে যান ধর্ষণে উদ্যত ব্যক্তি। ভুক্তভোগী ওই বিধবা বাড়ি ফিরে পুলিশের কাছে এই ঘটনা জানান।

Bootstrap Image Preview