বছর ঘুড়ে আবারো এলো বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির ধারক, বাঙলির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষকে বরণ করে নিতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বশেমুরবিপ্রবিতেও শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মাধ্যমে দিনটি পালন করেছে।
আজ রবিবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.খন্দকার নাসিরুদ্দিন, প্রক্ট্রর আশিকুজ্জামান ভূইয়াসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা।
সকাল ৯টায় পান্তা ইলিশ পরিবেশন এবং দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ে প্রীতি খেলার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থীরা নানা রঙ আর বাহারি ডিজাইনে স্টল তৈরি করে পিঠা উৎসব পালন করেছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন বায়ো সায়েন্স বিভাগের প্রভাষক তানিয়া ইসলাম বলেন, বর্ষবরণে আমরা প্রতিবারের মতো এবারো মঙ্গল শোভাযাত্রা আর পিঠা উৎসবের আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিপার্টমেন্টের মতো ফিশারিজ এন্ড মেরিন বায়ো সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সাথে পিঠার স্টল দিয়েছে। যেগুলোর বেশির ভাগই ছিলো ফিশ রিলেটেড।
এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, বিদেশি সংস্কৃতির প্রভাবে দেশীয় সংস্কৃতি ও আমাদের ঐতিহ্য যাতে ধ্বংস না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। নববর্ষের এ দিনে তিনি একটি সুন্দর সুস্থ ও উন্নত বাংলাদেশ প্রত্যাশা করেন।
এ প্রসঙ্গে ফিশারিজ এন্ড মেরিন বায়ো সায়েন্স বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফারিয়া রিতু বলেন, প্রতিবারের মতো এবারো আমরা বর্ষবরনের জন্য পিঠার স্টল ও মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছি। বাংলা নববর্ষ প্রত্যকের জীবনে বয়ে আনুক সুখ সমৃদ্ধি। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই।