ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ফের পুলওয়ামার মত হামলা চালাতে পারে জঙ্গিরা। ভারতের গোয়েন্দা সংস্থা এমনটাই আশঙ্কা করছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, এবারে জঙ্গিরা হামলার জন্য মোটর বাইক ব্যবহার করতে পারে। ইতিমধ্যে ওই অঞ্চলে সেনা সতর্কতা জারি করা হয়েছে। যোগ করা হয়েছে বাড়তি নিরাপত্তা।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জি নিউজের এক খবরে বলা হয়েছে, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ওই হামলা চালানো হতে পারে।
উল্লেখ্য,গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে এক আত্মঘাতি জঙ্গি হামলায় কমপক্ষে ভারতীয় সেনার ৪০ জন জওয়ান নিহত হয়। এছাড়া ৪৩ জনের বেশি সেনা আহত হয়।