Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুপার লিগে ফতুল্লায় আরিফুল ঝড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৩:২৬ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৩:২৬ PM

bdmorning Image Preview


একদিকে বিশ্বকাপের দল ঘোষণার সময় এগিয়ে আসছে আর অন্যদিকে ঢাকা প্রিমিয়ার লিগে বাড়ছে উত্তাপ। সোমবার সুপার লিগের খেলায় প্রাইম ব্যাংকের হয়ে ৫০ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন আরিফুল হক। তার ব্যাটে ভর করেই ২৩৬ রানের সম্মানজনক সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

জাতীয় দলের হয়ে আরিফুল হকের ব্যাট অনুজ্বল হলেও ঘরোয়া লিগের নিয়মিত পারফরমার তিনি। দলের প্রয়োজন আজ আবারও জ্বলে উঠল তার ব্যাট। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে তার দল। 

তবে শুরু থেকেই ব্যাটিং ধ্বসে নামে তাদের ব্যাটিং অর্ডারে। এক পর্যায়ে ১৩১ রান তুলতেই হারিয়ে বসে ৬ উইকেট। এ সময়ে আট নম্বরে ব্যাট করেতে নেমে দলকে টেনে তোলেন। অন্যান্যদের আসা যাওয়ার মিছিলে তিনি ৭টি ছক্কা ও ২টি চারের মারে ৭৪ রানের অসাধারণ ইনিংস উপহার দেন দলকে। 

৪৮.৩ ওভার খেলে ২৩৬ রানে প্রাইম ব্যাংক অলআউট হয়। এদিন আরিফুল ছাড়াও প্রাইম ব্যাংকের হয়ে রুবেল মিয়া ৬৬ ও ৪৬ রান করেন নামান ওঝা।

Bootstrap Image Preview