Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এক ঘন্টার নিরলস চেষ্টায় মগবাজারের আগুন নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৬:৫৬ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৬:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর মগবাজারের কাজী অফিস গলির একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১৫ এপ্রিল) বিকাল ৩ টা ৩০ মিনিটের দিকে কাজী অফিস গলির ১১৬ নম্বর বাড়ির নীচ তলায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন।

প্রায় পৌনে এক ঘণ্টার নিরলস চেষ্টায় বিকাল সোয়া ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আগুন নেভানো গেলেও এখনও ধোঁয়া বের হচ্ছে ভবনটির বেজমেন্ট থেকে। ধোঁয়া নির্গমনে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি। বেজেমেন্টে রাখা গাড়িতে আগুন লাগে বলে জানান তিনি।

Bootstrap Image Preview