Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কলেজে লোকপ্রশাসন বিষয় অন্তর্ভুক্তির দাবি

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৭:১৪ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৭:১৪ PM

bdmorning Image Preview


লোকপ্রশাসন বিভাগকে বিভিন্ন কলেজে অন্তর্ভুক্তিকরণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাকোত্তর পর্যায়ে চালু করাসহ চার দফা দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় লোকপ্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

মানববন্ধন বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন, মো. নাহিদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌসসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিষয় অন্তর্ভুক্তির আন্দোলন ৯০’র দশক থেকে চলে আসছে। এটি একটি যৌক্তিক আন্দোলন। এটার বাস্তবায়ন চাই খুব দ্রুত। বক্তারা আরও বলেন, লোকপ্রশাসন বিষয়টি অল্প কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও নেই। অনেকের এ বিষয়টি সম্পর্কে কোনো ধারণাই নেই।

তারা বলেন, লোকপ্রশাসন থেকে পাশ করা শিক্ষার্থীরা তাদের জ্ঞান ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন না। এ জন্য কলেজে পর্যায়ে এই বিষয়টি চালু করা হোক এবং বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হোক। ২০১৯ সালেই এ আন্দোলনের সফলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। পরে একই দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন বিভাগের শিক্ষার্থীরা।

চার দফা দাবিতে গড়ে ওঠা ‘বাংলাদেশ লোক প্রশাসন অধ্যয়ন কেন্দ্র’র দাবিগুলো হলো সরকারি কলেজগুলোতে লোকপ্রশাসন বিভাগ চালু করা, ৪১তম বিসিএস থেকে এই বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ক্যাডারে নিয়োগের ব্যবস্থা করা, দক্ষ প্রশাসন গড়ে তোলার জন্য লোকপ্রশাসনের জ্ঞান কলেজ পার্যায়ে ছড়িয়ে দেওয়া এবং লোকপ্রশাসনের জন্য বিশেষ চাকরির ক্ষেত্র তৈরি করা।

উল্লেখ্য, এ চার দফা দাবি আদায়ে গত ৮ এপ্রিল ‘বাংলাদেশ লোকপ্রশাসন অধ্যয়ন কেন্দ্র’ নামে একটি সংগঠন গড়ে উঠে। সংগঠনের পক্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মানববন্ধন করার কর্মসূচি ঘোষণা করা হয়।

Bootstrap Image Preview