Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজালালে যুবকের পায়ুপথে ১৮০০ ইয়াবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৯:০৮ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৯:০৮ PM

bdmorning Image Preview


পায়ুপথে ইয়াবা এনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন এক যাত্রী। তার নাম মো. জুবায়ের (৩৬)।

আজ সোমবার বিকেল ৫টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে ওই যাত্রীকে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, আজ বিকেল পৌনে ৪টার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন জুবায়ের। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয়। পরবর্তীতে তার পায়ুপথ থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।

আলমগীর হোসেন আরও জানান, জুবায়ের কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিণ ঝালিয়া পাড়ারর বাসিন্দা। আগেও তার বিরুদ্ধে মাদকের চারটি মামলা রয়েছে। জুবায়েরের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন।

Bootstrap Image Preview