Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে আটক ৬৮

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ১০:২৪ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ১০:২৪ PM

bdmorning Image Preview


সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ মাদক ব্যবসায়ীসহ ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৫০ বোতল ফেনসিডিল, তিন বোতল ভারতীয় মদ ও সাড়ে চার শত গ্রাম গাঁজাসহ বেশকিছু মাদকদ্রব্য।

রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৬ জন, কলারোয়া থানা থেকে ৮ জন, তালা থানা থেকে ৬ জন, কালিগঞ্জ থানা থেকে ৮ জন, শ্যামনগর থানা থেকে ৯ জন, আশাশুনি থানা থেকে ১১ জন, দেবহাটা থানা থেকে ৫ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধ মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Bootstrap Image Preview