Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চীনে কারখানায় বিস্ফোরণ, গ্রেফতার ১৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ১০:৪১ AM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ১০:৫১ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চীনের পূর্বাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আরও ১৭ জনকে গ্রেফতার করেছে। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।

সোমবার (১৫ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ একথা জানায়।

খবরে বলা হয়, চীনের পূর্বাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় গত মাসে ভয়াবহ বিস্ফোরণে ৭৮ জন নিহত এবং কয়েকশ আহত হয়। জিয়াংসু প্রদেশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির শিল্প কারখানায় ঘটা ভয়াবহ দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। এ বিস্ফোরণের ব্যাপকতা এতো বেশি ছিল যে কারখানাটি বন্ধ করে দিতে হয়েছে।

ইয়ানচেং নগর সরকারের সরকারি ওয়েবসাইটে বলা হয়, পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ১৭ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। এনিয়ে ওই বিস্ফোরণে ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়ালো।

Bootstrap Image Preview